মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন কেন্দ্র সরকারের এই চাকরিতে! বেতন 70,000! জেনে নিন পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন:-নতুন বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার ।সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার মাধ্যমে জানানো হচ্ছে যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে আগামী দিনে ।মূলত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং আ্যন্ড মিনটিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা জারি করেছে চাকরির বিজ্ঞপ্তি।




পদের নাম :- ফায়ার ম্যান
শূন্যস্থান পদের সংখ্যা:- 2 টি
শিক্ষাগত যোগ্যতা :- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীর যেকোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফায়ারম্যান ট্রেনিং সম্পন্ন করা এবং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।




পদের নাম :- জুনিয়র টেকনিশিয়ান ।
শূন্যস্থান পদের সংখ্যা:- 25 টি
শিক্ষাগত যোগ্যতা :- এক্ষেত্রে আবেদনকারীর রেগুলার কোর্সে প্রিন্টিং ট্রেডের আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক।




বয়স:- প্রার্থীর বয়স সর্বনিন্ম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :-উপরিউক্ত দুই পদের ক্ষেত্রেই প্রার্থীর বেতন হবে নূন্যতম ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা প্রতি মাসে।




আবেদন পদ্ধতি:- অনলাইনের আবেদন করতে হবে । আবেদনের মূল্য 600 টাকা।











