শুধুমাত্র ঘরোয়া এই 2 টি উপকরণ দিয়েই নিমিষের মধ্যে সাদা করে ফেলুন হলুদ হয়ে যাওয়া দাঁত! রইলো ভিডিও সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-রাতের খাবার কখনও কি সকালে আপনার ভাবমূর্তি নষ্ট করেছে? তাহলে বুঝে নিতেই হবে যে আপনার দাঁতের স্বাস্থ্য খুব একটা ভালো নেই । তার পাশাপাশি আপনি কি লোকের কাছে হাসতে ভয় পান ? কারণ মুখ খুললেই দুর্গন্ধ বের হয় । তাহলে আজকেরে প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য ।




আজকের এই প্রতিবেদনের শুধুমাত্র কিভাবে দাঁত পরিষ্কার হয় সেই তথ্য প্রদান করবো না ।তার পাশাপাশি আমরা বলবো যে কিভাবে মুখের গন্ধ দূর করা যায় ।শুধুমাত্র একটি পদ্ধতি অবলম্বন করে জেনে নিন সেগুলো কি কিএই মুহূর্তে আপনাদের সামনে বলতে চলেছি এমন বেশ কিছু ঘরোয়া টিপস যার দরুন আপনি আপনার দাঁত কে পুনরায় করতে পারবেন সাদা ঝকঝকে উজ্জ্বল । আসুন দেখে নেওয়া যাক নিয়মগুলি কি।




এই উপকরণটি তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ আদা নিতে হবে এবং এরপর একটি গ্রেটার এর এর সাহায্যে আদাকে ভালো করে গ্রেট নিতে হবে । তারপর সেই আদা বাটার মধ্যে যোগ করে দিতে হবে এক চামচ টমেটো রস। সে মিশ্রণ গুলির মধ্যে দিতে হবে কলগেট ।




এবং সমস্ত উপকরণ গু-লি কে ভালো রকম ভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে । এরপর আপনি প্রতিদিন সকালবেলা ব্রাশ করার সময় যদি এই উপকরণ দিয়ে ব্রাশ করেন তাহলে দেখবেন মাত্র কয়েক দিনে আপনার দাঁত ঝকঝকে হয়ে উঠেছে ।











