নতুন বছর থেকে কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে সব থেকে বেশি সুদ? রইল তালিকা সহ বিস্তারিত!









নিজস্ব প্রতিবেদন :-নতুন বছরের শুরুতে যদি আপনি আপনার উপার্জন করা টাকা সঞ্চয় করা টাকা কোন একটি নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে ফিক্স ডিপোজিট । বর্তমানে প্রায় প্রতিটি ব্যাংক বিভিন্ন সুদের হারে ফিক্স ডিপোজিট এর ব্যবস্থা রেখেছেন ।




কিন্তু তবুও সাধারন মানুষের মনে হচ্ছে যে কোন ব্যাংক সবথেকে বেশি সুদের হারে ফিক্স ডিপোজিট এর সুবিধা প্রদান করছেন ।তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে সবথেকে বেশি সুদের হার প্রদান করা ব্যাংকের তালিকা প্রকাশ করলেন যেখানে আপনি অনায়াসে নিশ্চিন্তভাবে ফিক্স ডিপোজিট করতে পারেন।




স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:-
7 দিন – 45 দিনের জন্য 3%( প্রবীনদের জন্য 3.5 শতাংশ)
46 দিন – 179 দিন পর্যন্ত 3% ( প্রবীনদের জন্য দেওয়া হবে 3.5 শতাংশ )।
এক বছর থেকে দুই বছরের জন্য ফিক্স ডিপোজিটে 3.1 শতাংশ সুদ দেওয়া হবে ( প্রবীনদের জন্য দেওয়া হবে 3.6 শতাংশ)।
পাঁচ বছর থেকে 10 বছর পর্যন্ত ফিক্স ডিপোজিটে 3.1 শতাংশ সুদ দেওয়া হবে ( প্রবীণ নাগরিকদের জন্য দেয়া হবে 3.6%)




আইসিআইসিআই ব্যাঙ্ক :-
7 দিন – 14 দিন সুদের হার 2.5 শতাংশ ।
14 দিন থেকে 30 দিনে সুদের হার 2.75 শতাংশ ।
61 দিন থেকে 90 দিনের সুদের হার 3%
পাঁচ বছর থেকে দশ বছর সুদের হার 4.5%




এইচডিএফসি ব্যাংক:
7 দিন থেকে 14 দিনে দিনের ফিক্স ডিপোজিটের সুদের হার 2.5 শতাংশ। (প্রবীণ দের জন্য এই সুদের হার 3 পার্সেন্ট)
15 দিন থেকে 29 দিনের ফিক্স ডিপোজিটের সুদের হার 2.5 শতাংশ( ।প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 3 পার্সেন্ট )




এক বছর পর্যন্ত সুদের হার 3.5 শতাংশ( প্রবীনদের জন্য 4.15 পার্সেন্ট)
10 বছরে ফিক্স ডিপোজিটের সুদের হার 4.4 শতাংশ (প্রবীনদের জন্য 4.9 শতাংশ।)











