পরনে টি-শার্ট, হট প্যান্ট! বাড়ির ছাদে উদ্দাম নাচ পটলকুমার ওরফে অভিনেত্রী হিয়ার! ব্যাপক ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-শিশুশিল্পী হিসেবে প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন পটলকুমার গানওয়ালা
ধারাবাহিকে অভিনীত হিয়া দে।ধারাবাহিকে চরিত্রটি ছেলের হলেও মেয়ে হয়ে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন।সম্প্রতি বেশ কয়েকটি ধারাবাহিকে ছোট চরিত্র এবং বড় পর্দায় নির্ভয়া সিনেমাতেও কাজ করেছেন হিয়া।




পর্দার জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট একটিভ তিনি। প্রায় সময়ই নিজের বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তিনি।যদিও এই সব ভিডিও এবং ছবির কারণে তাকে মাঝে মাঝেই বিতর্কের সম্মুখীন হতে হয়। এমনকি তার অনেক ছবি এবং ভিডিওতে নেটিজেনদের নানান ধরনের তির্যক মন্তব্য আসতে থাকে।




সম্প্রতি আবারো নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটিতে একটি বেগুনী রঙের টপ এবং হট প্যান্ট পড়ে তাকে ইংলিশ গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে দেখা যাচ্ছে।




ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।একদিকে যেমন অনেকেই তার নাচের প্রশংসা করেছেন আবার অনেকেই তাকে পড়াশোনায় মন দেওয়ার কথা বলেছেন। আবার স্বভাবসিদ্ধভাবে অনেক নেটিজেনরা তার ব্যক্তিগত জীবন এবং পোশাক-আশাককেও টেনে নিয়ে এসেছেন।
— Bengal News Media (@media_bengal) January 24, 2022











