ডিসেম্বর মাস থেকেই ৩ মাসের জন্য বন্ধ হতে চলেছে এই ১২ টি ট্রেন! চিন্তায় নিত্যযাত্রীরা! রইল তালিকা সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- উৎসবের আমেজে প্রায় সাড়ে 650 টি ট্রেন নতুন ভাবে চালানো হয়েছিল গোটা ভারতবর্ষে ।কিন্তু যেহেতু সময়টা শীতকাল। তাই কুয়াশার সমস্যা থেকেই থাকে প্রতি বছরের মত। কিন্তু কোথাও যেন এবছর কুয়াশার পরিমান অত্যাধিক পরিমাণে বেশি। তাই একপ্রকার বাধ্য হয়ে ভারতীয় রেল কে বারোটি অর্থাৎ ছয় জোড়া ট্রেনকে বাতিল করতে হলে আগামী তিন মাসের জন্য।




পশ্চিম রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 1 লা ডিসেম্বর থেকে 28 শে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার জন্য বাতিল করা হল 12 টি ট্রেনকে। মূলত এই সমস্ত ট্রেন গুলি মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট থেকে ছাড়তো। বিগত কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম যে তিস্তা তোর্সা এক্সপ্রেস ঘন কুয়াশার জন্য তিন মাস বাতিল করে দেওয়া হয়েছিল.। তবে সেই তালিকায় জুড়ে গেল আরও ছয় জোড়া ট্রেনের নাম। এক নজরে দেখে নিন সেই সমস্ত ট্রেন গু-লি কি কি




২) ০৯১১২ হরিদ্বার-ভালসাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৩) ০৪৩০৯ উজ্জ্বয়নী-দেরাদুন দ্বি-সাপ্তাহিক : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




৪) ০৪৩১০ দেরাদুন-উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল
৫) ০৯০১৮ হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৬) ০৯৪০৩ আমদাবাদ-সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নয়া বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




৭) ০৯৪০৪ সুলতানপুর-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৮) ০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস-গোরখপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
৯) ০৫০৬৭ গোরখপুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।




১০) ০৯০১৭ বান্দ্রা টার্মিনাস-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
১১) ০৯৪০৭ আমদাবাদ-বারাণসী সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
১২) ০৯৪০৮ বারাণসী-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৪ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।











