জীবন বাজি রেখে পরিত্যক্ত কুয়ো থেকে বিষাক্ত কোবরা সাপ উদ্ধার করলেন যুবক! মুহূর্তে ভাইরাল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন:নেট মাধ্যমে চোখ রাখলেই আমরা প্রতিনিয়ত নানান ধরনের আশ্চর্য বিষয় দেখতে পারি। বর্তমান যুগে মানুষের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়া একটি অন্যতম মাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে এই নেট দুনিয়ার প্রভাব মানুষের মধ্যে ক্রমাগত বেড়েই চলেছে।




পূর্ববর্তী সময়ে মানুষ কোন রকমের খবর বা ঘটনা জানার জন্য সাধারণত সংবাদপত্র, টেলিভিশন এর উপর নির্ভর করে থাকতেন। কিন্তু বর্তমানে তা পরিবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল গুলিতে খুব দ্রুত নানান ধরনের খবর ভাইরাল হয়ে ওঠে।




এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্লাটফর্ম গুলি তো রয়েছেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমনই একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি।




ভাইরাল এই ভিডিওটি সাপ সংক্রান্ত। এই বিষধর প্রজাতিটিকে সবাই ভয় পেয়ে থাকেন। যদিও সব সাপ বিষধর প্রজাতির হয় না। তবুও মানুষ এটিকে স্বভাবগত কারনে ভয় পেয়ে থাকেন।




সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেসরকারি বন্যপ্রাণ গবেষণা সংস্থার কর্মীরা একটি কুয়ো থেকে অসাধারণ কায়দায় সাপ উদ্ধার করছে।মাত্র মিনিট দুয়েকের ওই ভিডিওতে সাপ উদ্ধার এর প্রক্রিয়া দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। জানা যাচ্ছে এটি মহারাষ্ট্রের নাসিক থেকে একটি ভাইরাল ভিডিও।




ভিডিওতে এক ব্যক্তিকে লম্বা লাঠির মধ্যে হুক লাগিয়ে কুয়োর মধ্যে থেকে সাপটিকে তুলে নিয়ে আসতে দেখা যাচ্ছে। অত্যন্ত দক্ষতার সাথে ওই সাপটিকে উদ্ধার করে একটি কালো ব্যাগে ভরে ফেলেন ওই কর্মী।সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই এই ভিডিওটি রকেটের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।




ভিডিওটি ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ মানুষ দেখে নিয়েছেন।যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন যে প্রাকৃতিক নিয়মে যদিও এই সাপটি কুয়োর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে তাকে উদ্ধার করার কেন প্রয়োজন হল! তবে বেশিরভাগ মানুষই ওই কর্মীর সাহসিকতার অত্যন্ত প্রশংসা করেছেন। প্রতিবেদনটি ভাল লেগে থাকলে আপনারাও এই ভিডিওটি দেখে নিতে পারেন।
#WATCH | The volunteers of a non-government wildlife research organization rescued a highly venomous snake, an Indian spectacled cobra (Naag) from an abandoned well in the Nashik area of Maharashtra yesterday. pic.twitter.com/sgCm7ZeQ2V
— ANI (@ANI) March 26, 2022











