নিজের বাচ্চাদের আস্ত ব্যাঙ খাবার হিসেবে খেতে দিল শালিক পাখিটি! ব্যাপক ভাইরাল হলো ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানুষ থেকে শুরু করে জীবজন্তু সবাইকেই প্রতিনিয়ত লড়াই করতে হয়।বাস্তু তন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গিয়ে অনেকেই নিজেদের থেকে দুর্বল প্রজাতিকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন। মানুষ থেকে শুরু করে পশুপাখি সকলেই এই কাজ করেন।




আমাদের আনাচে-কানাচে এরকম অনেক ঘটনা বা দৃশ্যের সম্মুখীন আমরা প্রায় সময় হয়েছি যেখানে খাবার হিসেবে একটি প্রজাতি অন্য প্রজাতিকে আক্রমণ করছে।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এরকমই একটি দৃশ্যের ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি।




ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি শালিক পাখির সদ্য বাচ্চা হয়েছে।বাচ্চা পাখি গুলিকে খাবার খাওয়ানোর জন্য বাসার মধ্যেই মা পাখিটি একটি ব্যাঙ ধরে নিয়ে এসেছে।




এরপর ঠোঁটে করে নিজের বাচ্চাদের খাবার খাইয়ে দেয় মা পাখিটি। ভিডিওটি দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।মানুষ থেকে শুরু করে জীবজন্তুর সবার মধ্যেই যে মায়ের আদর যত্ন বর্তমান তাই এই ভিডিওটি দেখে বোঝা যায়।




Birds in nest নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। প্রায় পাঁচ মিলিয়নের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং 10 হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন।




ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই এই ধরনের একটি দৃশ্য দেখতে পেয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যদি প্রতিবেদনটি পড়ার পর আপনারাও আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভাইরাল ভিডিওটি দেখে নিতে ভুলবেন না।











