রেশন কার্ড নিয়ে 2 টি বিরাট ঘোষণা করল কেন্দ্র! মার্চ মাস অবধি বিনামূল্যে পাবেন রেশন! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব খেটে-খাওয়া মানুষদেরকে বিনা মূল্যে সেবা প্রদান করার অভিনব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল লকডাউন এর সময় ।কিন্তু বর্তমানে রেশন কার্ড সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে আসছে ।




এই সমস্ত জালিয়াতির ঘটনা গু-লিকে কমানোর জন্য প্রতিটি গ্রাহকের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এমনটা কিছুদিন আগে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ।রাজ্য সরকার ও সেই পদ্ধতি অবলম্বন করেছিল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বায়োমেট্রিক পদ্ধতিতে অনেক সমস্যা রয়েছে অর্থাৎ বয়স বেড়ে যাওয়ার কারণে আঙ্গুলের ছাপ মিলছে না বা অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে ।




সে ক্ষেত্রে কি তারা রেশন পাবে না? এমন একটা গুরুতর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল গোটা আমজনতা দের মধ্যে ।তবে সম্প্রতি এমনটাই জানা গিয়েছে যে রাজ্য সরকারি সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে বায়োমেট্রিক পদ্ধতি যাচাই না করে ও বৈধ গ্রাহককে রেশন দেওয়া হবে । শুধুমাত্র আধার কার্ডের নাম্বার সঠিক ভাবে দিতে পারলেই তারা তাদের প্রাপ্য রেশন পাবে ।




অপরদিকে মন্ত্রিসভার অধিবেশনে এমনটা সিদ্ধান্ত নিতে শোনা যায় যে বিনামূল্যের রেশন এর সময়সীমা আরও কিছুটা বাড়ানো হলো।
সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে এই রেশন পরিষেবার মেয়াদ ছিল আগামী 30 নভেম্বর পর্যন্ত কিন্তু অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে এবং সাধারন মানুষের পরিবারের কথা ভেবে মন্ত্রিসভায় ঐদিন এর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে এবং গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে 1 লা ডিসেম্বর থেকে 2022 সালের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে এই রেশন প্রদান করা হবে।




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন।প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 80 কোটি ভারতবাসীর জন্য মাথাপিছু 5 কেজি করে চাল অথবা কম বিনামূল্যে দেওয়ার বিষয়টি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।











