একঝলকে দেখে নিন এই মাস থেকেই রাজ্য সরকারের যেসব চাকরির ফর্ম বের হতে চলেছে! রইল বিস্তারিত









নিজস্ব প্রতিবেদন :- রাজ্যের বুকে একাধিক নিয়োগ জারি হতে চলেছে। আমরা জানি যে ম-হামা-রীর ক-বলে পড়ে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিল সমস্ত কিছু। যার ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ রকম ভাবে বন্ধ হয়ে গেছিল। অপরদিকে প্রচুর সংখ্যক কর্মী ছাঁটাই করা হচ্ছিল কাজ থেকে ।যার ফলে রাজ্যের বেকারত্বের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল।




পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও পর্যাপ্ত পরিমাণে চাকরি জোগাড় করতে পারে না এই রাজ্যের অধিকাংশ ছাত্রছাত্রীরা ।যার ফলে তাদেরকে পাড়ি দিতে হয় অন্য রাজ্যে। তবে আগামী কয়েকদিনের মধ্যে যে সকল চাকরি জন্য নিয়োগপত্র জারি হতে পারে তার একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করার চেষ্টা করা হলো। মূলত এইটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমত টেকনিক্যাল ও দ্বিতীয়ত নন – টেকনিক্যাল।




নন-টেকনিক্যাল নন-টেকনিক্যাল যে সমস্ত চাকরি প্রকাশিত হতে পারে আগামী সময় তালিকা নিম্নরূপ
West Bengal food si




PSC clerk
WBSSC clerk and group D
Constable




Data entry operator
Agriculture
WB PSC ward master




টেকনিকেল:- আগামী কয়েকদিনের মধ্যে টেকনিকেল বিভাগের যে সমস্ত চাকরির নিয়োগ জারি হতে পারে তার তালিকা নিম্নরূপ
PDCL
WBSEDCL( civil mechanical electrical)
Polytechnic lecturer( BTech and BE)




Motor vehicle operator
Lab technician
Fire operator











