আশ্চর্য্য ঘটনা! হাইরোডের ওপর দিয়ে হাত ছেড়ে দারুন স্পিড বাইক চালিয়ে কেরামতি দেখালেন যুবক! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:আজকাল ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেই চলে। বর্তমান যুগে মানুষের জীবনের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। খুব সহজেই এখানে বিভিন্ন কর্মকান্ড দেখিয়ে ভাইরাল হয়ে ওঠেন বিভিন্ন মানুষ। প্রতিনিয়ত এখানে নানান ধরনের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে ওঠে।




কেবল নাচ গান, শারীরিক কসরত করে ভাইরাল হচ্ছেন তা নয়।ভাইরাল হওয়ার জন্য আজকাল নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছেন মানুষ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ভাইরাল ভিডিও নিয়েই আলোচনা করতে চলেছি।




সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটি মোটর বাইক ছুটে চলেছে। কিন্তু এই বাইকের মধ্যে কোনো চালক নেই।কিন্তু বাইকের পেছনের সিটে বসে দিব্যি হ্যান্ডেলে বা ক্লাচে হাত ছাড়াই ভারসাম্য বজায় রেখে বাইক চালাচ্ছে এক ব্যক্তি।আপাতদৃষ্টিতে এই দৃশ্য দেখলে যে কেউ ভাববেন কোন অদৃশ্য শক্তি হয়তো সামনে বসে বাইক চালাচ্ছে আর তিনি পেছনে বসে আছেন।




নেট মাধ্যমে ওই ব্যক্তির এই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ওই ব্যক্তিকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ মজার ছলেই জানিয়েছেন উপরওয়ালা বাইক চালাচ্ছে। চাইলে আপনারাও এই ভাইরাল ভিডিওটি দেখে নিতে পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।
Elon Musk: I want to bring driverless vehicles to India.
Meanwhile India… pic.twitter.com/9YSFg0bYkW
— Dr. Ajayita (@DoctorAjayita) October 19, 2021











