বাড়িতেই দারুন সহজ ঘরোয়া পদ্ধতিতে চুলে পার্লারের মত বারগান্ডি কালার করুন মাত্র দশ টাকায়, রইল পদ্ধতি!











নিজস্ব প্রতিবেদন :- আপনি কি চাইছেন যে আপনিও পার্লারের মত চুল কালার করাতে । কিন্তু বর্তমানে দেশের যা অবস্থা তাতে বাইরে বেরোনো রীতিমত বিপদজনক হতে পারে আপনার জন্য । সেই কথা ভেবে আটকে যাচ্ছে রং করা । তাহলে এবার থেকে চিন্তা করার কোন দরকার নেই । কারণ বাড়িতে বসে একদম পার্লারের মতো আপনি বারগেন্ডি কালার করে নিতে পারবেন । কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে।





প্রসঙ্গত উল্লেখ্য এই পদ্ধতিতে ব্যবহার করার সমস্ত উপাদান জৈবিক অর্থাৎ এর মধ্যে কোন কেমিক্যাল এর ছোঁয়া নেই ।তাই আপনার চুলের কোন ক্ষ-তি হবে না । তার পাশাপাশি যেহেতু সম্পূর্ণ এটি অর্গানিক একটি পদ্ধতি তাই আপনার চুলের ক্ষ-তিতো হবেই না বরং চুল আরও মজবুত হয়ে উঠবে । আসুন দেখে নাও কিভাবে তৈরি করব রং করার জন্য বিশেষ এই উপাদানটি।





এই প্রোডাক্টটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে কিছু বিট টুকরো টুকরো করে নিতে হবে । এবং সেগুলো খেতে ব্লে-ন্ডারে ব্লে-ন্ড করে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে । তারপর সেই পেস্ট কে একটি বাটিতে স্থানান্তরিত করতে হবে । এবং তার মধ্যে দিতে হবে অর্ধেক লেবুর রস । এবং কিছুটা পরিমান জল । এই তিনটি উপকরণকে ভাল করে মিশিয়ে নিতে হবে ।





তবে ভুলেও সঙ্গে সঙ্গে এটি চুলের মধ্যে প্র-য়োগ করবেন না । এই মিশ্রণটি থেকে দুই থেকে তিন ঘণ্টা রেখে দেবেন । তারপর চুলের মধ্যে প্র-য়োগ করবেন । চুলের মধ্যে এটি প্র-য়োগ করার পর ঘণ্টাখানেক রেখে দেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এবং শাম্পু এর মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে নেবেন । তাহলে দেখবেন চুল একদম পার্লারের মত বারগেন্ডি কালার হয়ে উঠেছে ।














