মা হওয়ার পর প্রথম ছবি প্রকাশ অভিনেত্রী নুসরাতের! ঝ’ড়ের বে’গে ভাইরাল হল সে ছবি!









নিজস্ব প্রতিবেদন :- বহু বিতর্ক এর পর অবশেষে মা হয়েছে নুসরাত জাহান । একথা আমরা প্রত্যেকে জানি । অ-ন্তঃস-ত্ত্বা থাকাকালীন অবস্থায় একাধিকবার কু-রুচিকর ম-ন্তব্যের শি-কার হতে হয়েছিল তাকে । কিন্তু সমস্ত স-মালো-চনার ঊর্ধ্বে গিয়ে তিনি মনে করেছিলেন যে পিতৃপরিচয় ছাড়াই নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখাবে । অবশেষে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয় নুসরাত জাহান ।




তারপর থেকে অনুরাগী মহলে চা-ঞ্চল্য ছ-ড়িয়েছে মুহূর্তের মধ্যে । লোকে যে যাই বলুক না কেন সোমবার দিন বাড়ি ফেরার সময় যশ এর হাত শক্ত করে ধরে বাড়ি ফিরলেন নুসরাত জাহান । বাইরে অপেক্ষারত সাংবাদিক বন্ধু এবং অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় করেন । গত বৃহস্পতিবার তিনি তার ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি মঙ্গলবার দিন অর্থাৎ ৫ দিন পর আবার একটি ইনস্টাগ্রামের ছবি শেয়ার করলেন ।




যা থেকে বেড়েছে অপেক্ষারত অনুরাগীদের উ-চ্ছাস এবং উ-ন্মাদনা । ছবিতে একদম গ্ল্যামারাস অবতারে পাওয়া গেল ঈশানের হ-ট মাম্মাকে। ক্যামেরার দিকে চোখ নেই নুসরতের, আকাশি-সাদা ডোরা কাটা স্লিভলেস ড্রেসে ধরা দিয়েছেন নুসরত, খোলা ঢেউ খেলানো চুল, চোখে কাজল এবং ঠোঁটে হালকা লিপস্টিক… সঙ্গে কানে ঝোলা দুল, এক কথায় মোহময়ী অবতারে লেন্সবন্দি নুসরত।




ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘পর্দার পিছনের দৃশ্য।’ এরপর নিজের টিমকে একে একে ট্যাগ করেছেন ছবিতে। তবেই ছবি পোস্ট করার পর অনেক অনুরাগীরা বলেছেন যে দিদি আপনার সন্তান কোথায় কেউ কেউ আবার বলেছে প্লিজ একবার সন্তানের মুখ দেখান এই ধরেন না এরকম ইচ্ছের প্রকাশ ঘটেছে কমেন্ট সেকশনে ।
— Bengal News Media (@media_bengal) September 1, 2021











