বাড়িতে লেবু গাছে যে ঘরোয়া জিনিস দিলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল ও লেবু আসবে, রইল পদ্ধতি!











নিজস্ব প্রতিবেদন :- আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা বাড়িতে ছোটখাটো বাগান তৈরি করার ইচ্ছা প্রকাশ করে থাকেন । পশু প্রাণীর পাশাপাশি অনেকে গাছ প্রেমী হয় এবং এমনটা হওয়া দরকার । কারণ বর্তমান সময়ে যে হারে গাছপালা কে-টে নেওয়া হচ্ছে তাতে আগামী দিন আরো ভয়ঙ্কর ভাবে বিপদ আসতে চলেছে এমনটা বলা যেতে পারে । তার আভাস ইতিমধ্যে পাচ্ছে গোটা পৃথিবীবাসী ।এমতাবস্থায় যদি আমরা সচেতন না হয় গাছ না লাগায় তাহলে কিন্তু সত্যিই আগামী দিন চ-রম সং-কটের মু-খে প-ড়বে এই সমগ্র জীবন।





বাড়িতে আমরা অনেকে শশা ধনেপাতা লাউ কুমড়া ইত্যাদি চাষ করে থাকি । তার পাশাপাশি আবার অনেকে লেবুর চাষ করে থাকে । অর্থাৎ পাতিলেবু । কিন্তু কখনো কখনো দেখা যায় পোকামাকড় জন্য বা অন্য কোন কারণের জন্য সেই গাছে ফলন ভাল হচ্ছেনা । তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলতে এসেছি ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করলে লেবু গাছ সম্পূর্ণ রকম হবে বড় হয়ে উঠবে এবং ফলন দেবে অতিরিক্ত পরিমাণে । আসুন দেখে নেই উপায় গু-লি কি কি। প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হল আগাছা পরিষ্কার ।





লেবু গাছের গোড়া তে যদি কোন আগাছা জন্ম নেয় তাহলে সে গুলোকে অবিলম্বে পরিষ্কার রাখা দরকার । তারপর সেই গোড়ার মধ্যে কম্পোস্ট সার বা জৈবিক সার দিতে হবে কিছুটা পরিমাণ । মাথায় রাখবেন গোড়া থেকে মিনিমাম এক ফুট দূরত্ব বজায় রেখে কম্পোস্ট সার দিতে হবে । তারপর তার মধ্যে দিতে হবে ফ-সফরাস এবং না-ইট্রোজেন সার । এরপর জল দিতে হবে গড়ার মধ্যে । তার পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো কারণে লেবু গাছের পাতার মধ্যে পোকা ধরে যায় তাহলে সে পাতাগু-লি অবিলম্বে কে-টে ফেলুন । এবং তার মধ্যে হলুদ গোলা জল স্প্রে করে দিন এতে আর ভবিষ্যতের পো-কা লাগবেনা।





এরপর আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হল যে একটি পাত্রে আপনাকে এক লিটার জল নিয়ে নিতে হবে অংশই জলের মধ্যে দিতে হবে এক থেকে দুই চামচ থিয়োভিট । এই সার টি যে কোন সারের দোকানে বা নার্সারিতে আপনি পেয়ে যাবেন অনায়াসে । তারপর সেটি ভালো করে ঘুরে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এবং বিশেষ করে যে সমস্ত গাছে ফুল হয়েছে সেই সমস্ত গাছের ফুলের উপর স্প্রে করতে থাকুন প্রতিনিয়ত। তাহলে দেখবেন আপনার বাড়িতে থাকা লেবু গাছটি অত্যন্ত সুন্দরভাবে বড় হয়ে উঠছে ।














