রাজ্যের বিভিন্ন স্কুলে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে প্রচুর শিক্ষক নিয়োগ! রইল আবেদনের পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন :- আমরা প্রত্যেকেই জানি যে আগামী 16 নভেম্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি পুনরায় খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ জোরকদমে চলছে। স্কুল পরিষ্কার করা থেকে শুরু করে একাধিক যাবতীয় কাজকর্ম চলছে জোড় কদমে।




এমতাবস্থায় দাঁড়িয়ে অর্থাৎ এই প্রতিনিয়ত বাড়তে থাকা বেকারত্বের দিনে দাড়িয়ে পার্ট টাইম স্কুল শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো বীরভূমের একালভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে ।এবং সেখানে বেশ কয়েকটি শূন্যস্থান পদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে।তবে এটি এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ এবং পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারে।




পদের নাম:- গেস্ট টিচার।
বিষয়:- বাংলা, ইংরেজি ,ইতিহাস ,ভূগোল ,জীবন বিজ্ঞান, রসায়ন বিদ্যা ও সাঁওতালি ভাষার জন্য এই নিয়োগ জারি করা হয়েছে।




শূন্যস্থান পদের সংখ্যা :- মোট শূন্যস্থান পদের সংখ্যা 7 টি।
মাসিক বেতন :- 12000 টাকা করে মাসিক বেতন।




বয়স:- আবেদনকারী বয়স অতি অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং সঙ্গে বিএড থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত বিদ্যালয় অন্তত দুই বছর শিক্ষকতা অভিজ্ঞতা থাকা জরুরি।




আবেদন পদ্ধতি:- প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য www.birbhum.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ:- আগামী 8 নভেম্বর আবেদনের শেষ তারিখ











