প্রথমবারের জন্য ভাইফোঁটা দিলেন রানু মন্ডল! নিজের হাতে রান্না করলেন পায়েস! দারুন ভাইরাল হলো ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপূজার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আবার একটা বছরের অপেক্ষা ।তবে দুর্গাপুজো এবং লক্ষ্মী পূজার পর অন্যতম জনপ্রিয় একটি পুজো হচ্ছে কালিপুজো ।কালিপুজো মাত্র দু’দিন পরেই ভাইফোঁটা। এই ভাইফোঁটা উপলক্ষে প্রতিটি পরিবারের দিদিরা ভাইদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করে থাকে। একে অপরকে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে ব্যস্ত থাকে প্রত্যেকে।




এই তালিকা থেকে বাদ পড়লেন না জনপ্রিয় গায়িকা রানু মন্ডল ।একদম ঠিক শুনেছেন। একাধিকবার বিভিন্ন ইউটিউবার তার বাড়িতে শুধুমাত্র সাক্ষাৎকারের জন্য গিয়ে থাকেন। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা সমস্ত অনুষ্ঠানে এবং বিশেষ দিনে নিজেদের সাথে সঙ্গী করতে চাই রানু মন্ডল কে। রানাঘাট স্টেশন চত্বরে এক পেয়ার কা নাগমা হে গান গেয়ে মুম্বাইয়ে পাড়ি দেওয়া মোটেও সহজ ব্যাপার ছিল না। কিন্তু ভাগ্যচক্রে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের নামিদামি স্টুডিওতে।




মূলত হিমেশ রেশমিয়া দৌলতের যাত্রা করতে পেরেছিলেন কিন্তু হঠাৎ করে তার শরীরের মধ্যে অহংকার বিপুল পরিমাণে। যার জন্য মানুষের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে রানু মন্ডল এবং এর ফলে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয় যার ফলে তাকে ফিরে যেতে হয় আবার আগের অবস্থায়। রন্ধন পরিচয় নামক একটি ইউটিউব চ্যানেল রয়েছে ।সেই ইউটিউবে চ্যানেল থেকে একাধিকবার রানু মণ্ডলের বাড়িতে যাওয়া হয়েছে বিভিন্ন সাহায্য নিয়ে।




লকডাউন এর সময় আমরা দেখেছিলাম বিভিন্ন জিনিসপত্র তার হাতে তুলে দিয়েছে। খাবার সামগ্রী থেকে শুরু করে আরো অন্যান্য কিছু পাশাপাশি রান্না করে রানু মন্ডল কে খাইয়ে দিয়ে এসেছিল সেই ইউটিউবার। তবে ভাইফোঁটা উপলক্ষে একেবারের জন্য ভুলে যাইনি সেই ইউটিউবার রানু মন্ডল কে। তার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে গিয়েছিল পাশাপাশি এর তার কাছ থেকে কাছ থেকে ভাইফোঁটা নিলেন সেই ইউটিউবার ।ইতিমধ্যে মারাত্মক পরিমাণের ভাইরাল হয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে।











