বাড়িতে টবে বা উঠোনে লঙ্কা গাছ লাগিয়ে লঙ্কা গাছে যে ঘরোয়া জিনিস দিলে দ্রুত ফুল ও লঙ্কা হবে!











নিজস্ব প্রতিবেদন :- আমাদের মধ্যে অনেকেই বাড়ির মধ্যে লঙ্কা গাছ চাষ করে থাকে । যেহেতু লঙ্কা নিত্যদিনের জীবনে এক একটি জনপ্রিয় ফসল । তাই সেটি দরকার সব সময়ই তুঙ্গে থাকে এমনটা আমরা প্রত্যেকে জানি । এবং এই বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতিতে কত বাইরে বেরিয়ে বাজার থেকে লঙ্কা কিনব । তার থেকে ভালো যদি বাড়ি থেকে লঙ্কা গাছ চাষ করা যায় ।সেই কথা মাথায় রেখে অনেকে বাড়ি মধ্যে লঙ্কা চাষ করা শুরু করে দেন ।কিন্তু কিছুদিন যাওয়ার পর তারা দেখতে শুরু করলো যে ভালো ফলন হচ্ছেনা । তাহলে উপায় কি।





নানান রকম সার বা পদ্ধতি অবলম্বন করে দেখা গেল যে কোন সেই ফল হচ্ছে না তেমন ভাবে । এই মুহূর্তে চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ নেই । কারণ আজকের এই প্রতিবেদন আপনাদেরকে জানাবো এমন একটি উপাদানের কথা । যেগুলো আপনার বাড়ির মধ্যে রয়েছে এবং সেই উপাদানটি যদি আপনি লঙ্কা গাছের উপর প্রয়োগ করেন তাহলে তার ফলন অত্যাধিক মাত্রা বেড়ে যাবে । নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি সেটি জানাও আজকে আপনাদের এই প্রতিবেদন এ ।





সম্প্রতি ইউটিউবে ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে যে কিভাবে ফলন বাড়ানো যেতে পারে লঙ্কা গাছের । এর জন্য আপনাকে একটি বাটিতে কিছুটা পরিমাণ চাল নিতে হবে । ঠিকই ধরেছেন যে চাল আমরা ভাত রান্না করে খায় সে চাল নিতে হবে এবং সেই চালের মধ্যে দিতে হবে এক কাপ পরিমান জল । তারপর ভালো করে চাল টিকে ধুয়ে নিতে হবে এবং সেই চাল ধোয়া জলকে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।





এরপর সেই চাল ধোয়া জল এর মধ্যে দিতে হবে এক লিটার পরিমান জল । চাইলে আপনি করতে পারেন এবং তার মধ্যে দিতে হবে ভিটামিন স্যার । যে কোন গাছের দোকানে গেলেই আপনি এই সার পেয়ে যাবেন । ভিটামিন সার দিয়ে সেটি ভালো করে গুলে নিতে হবে । তারপর একটি স্প্রে বোতলে ভরে প্রতিনিয়ত লঙ্কা গাছের উপরে করতে হবে । তাহলে দেখবেন লঙ্কা গাছে পোকা মাকড় লাগছে না ।তার পাশাপাশি ফলনও হচ্ছে অত্যধিক পরিমাণে ।














