রাজ্যে হঠাৎই নয়া রেকর্ড করলো পেট্রোল-ডিজেলের দাম! কত আজকের বাজারমূল্য? রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-বিগত কয়েকদিন ধরে পেট্রোল এবং ডিজেলের দাম বাজারে ওঠানামা করছে ।যার ফলে কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা । বেশিরভাগ ক্ষেত্রে তারা চিন্তিত হয়ে পড়েছে যাদের কাজের ক্ষেত্রে একাধিকবার গাড়ি ব্যবহার করতে হয়।




জ্বালানির মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ে রীতিমত হিমশিম খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ।এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দীপাবলীর দিন সাধারণ মানুষের সুবিধার্থে পেট্রোল এর লিটার পিছু 5 টাকা এবং ডিজেল প্রতি 10 টাকা কম করেছিল । তাতে মানুষ কিছুটা সন্তুষ্ট হলেও একেবারে খুশির আমেজে বইতে পারেনি ।




।তবে রেকর্ড গড়লো কলকাতা সহ বেশ কয়েকটি শহর ।কারণ টানা 41 দিন পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থাকল কলকাতাতে । একদম ঠিক শুনেছেন 41 দিন কোনরকম দামের হেরফের ঘটেনি কলকাতাতে ।এক নজরে দেখে নিন কলকাতা সহ আরও আশেপাশে শহরে এই মুহূর্তে কত টাকায় পাওয়া যাচ্ছে জ্বালানি।




কলকাতায় পেট্রোল – দীপাবলির পর থেকে আজ পর্যন্ত একই রয়েছে পেট্রোল ডিজেলের দাম।। বিগত ৪০ দিনের মতো আজও কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৪ টাকা ৬৭ পয়সা। আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৮৯ টাকা ৭৯ পয়সা ।




আজ চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেল – আজ চেন্নাইতে পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি ১০১ টাকা ৪০ পয়সা। অপরদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯১ টাকা ৪৩ পয়সা।




আজ মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেল – বাণিজ্য নগরী মুম্বাইয়ে আজও পেট্রোলের দাম রয়েছে সবথেকে বেশী। আজ সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সেই দাম রয়েছে ৯৪ টাকা ১৪ পয়সা।




আজ দিল্লীতে পেট্রোল ও ডিজেল – ভ্যাট কমানোয় দিল্লীতে পেট্রোলের দাম কমেছে ডিজেলের থেকেও বেশী। আজ দিল্লীতে লিটার প্রতি ডিজেলের মূল্য যেখানে ৯৫ টাকা ৪১ পয়সা সেখানে লিটার প্রতি পেট্রোলের মূল্য রয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা।











