এইট পাশেই কলেজে গ্রুপ-ডি পদে চাকরির সুযোগ! দেখুন কিভাবে করবেন আবেদন!









নিজস্ব প্রতিবেদন:-রাজ্যের বিভিন্ন কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো সম্প্রতি ।পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা এর জন্য আবেদন করতে পারবেন ।আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত খুঁটিনাটি সমস্ত তথ্য ।




পদের নাম :-জুনিয়র দারোয়ান , অফিস পিয়ন , লাইব্রেরি এটেন্ডেন্ট , জুনিয়ার জমাদার , জুনিয়ার ইলেকট্রিশিয়ান ।
শূন্যস্থান পদের সংখ্যা :- 5 টি ।
শিক্ষাগত যোগ্যতা :-অষ্টম শ্রেণী পাশ সহ যেকোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।




মাসিক বেতন:- এই কাজের জন্য আপনি প্রতি মাসে ৫,৪০০ থেকে ১৮,৬০০ টাকা সঙ্গে গ্রেড পে থাকবে ১৮০০ টাকা।
পদের নাম :- জুনিয়র আসিস্ট্যান্ট




শূন্যস্থান পদের সংখ্যা :- 3 টি ।
শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক পাশ সহ এক বছরের কম্পিউটার ট্রেনিং জানা থাকতে হবে। এছাড়া ক্লারিক্যাল কাজের উপর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি ইংলিশে স্নাতক হতে হবে ।




মাসিক বেতন:- এই পদের জন্য প্রতি মাসে ৭২০০ থেকে ২৫,৪০০ টাকা বেতন ধার্য্য করা হয়েছে। সঙ্গে গ্রেড পে ৩৩০০ টাকা।
বয়স:- প্রাথীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।




আবেদন পদ্ধতি:-এই পদে চাকরি করতে আগ্রহী প্রাথীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.ubtec.org.in ওয়েবসাইটে গিয়ে প্রাথীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে হলে জেনারেল ও OBC প্রাথীদের ৩০০ টাকা দিতে হবে। SC/ST দের জন্য ২৫০ টাকা ধার্য্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:- 6 ই জানুয়ারি ।











