পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, জনপ্রিয় হিন্দি গানে স্টেজের উপরেই গোবিন্দর সাথে উদ্দাম নাচ শিল্পা শেট্টির, ভাইরাল ভিডিও!











নিজস্ব প্রতিবেদন :- এবার এক মঞ্চে দেখা গেল গোবিন্দা এবং শিল্পা শেঠি কে । বাংলার পাশাপাশি হিন্দী অভিনয় জগতে যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা বলিউড ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত তরতাজা করে রেখেছে তাদের মধ্যে গোবিন্দা এবং শিলপা শেটি অন্যতম প্রথম সারির তারকা ।বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে গোবিন্দা কে ।কখনো হাসি চরিত্রে তো কখনো আবার গম্ভীর চরিত্রে এবং প্রতিটি চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন গোবিন্দা । তার জন্যই এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে এখন অব্দি পড়েছেন তিনি ।





অপরদিকে শিল্পা সেটটিকে নিয়ে যতই বলব ততই কম পড়ে যাবে কারণ অভিনয় জগতে তাঁর অবদান খুব একটা কম নয় । বিভিন্ন নায়েকের সাথে অভিনয় করে সিনেমাগুলোকে ব্লকবাস্টার করার ক্ষেত্রে শিল্পা সেটির অবদান অনস্বীকার্য । বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বা যেত শিল্পা সেটিকে । তবে এখন আর তেমনভাবে বড় পর্দা তে দেখা যায় না তাকে বলা যেতেই পারে অভিনয় জগৎ থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনি । কিন্তু এবার একই মঞ্চে দেখা গেল অভিনেতা গোবিন্দ এবং অভিনেত্রী শিল্পা শেঠি কে ।





সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যেকোনো একটি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিল্পা শেট্টি এবং গোবিন্দা এবং তারা রীতিমতো মঞ্চে তাদেরই অভিনীত ছবির গানের নৃত্য পরিবেশন করছে । বহু বছর পর দর্শকরা আবার এই জুটিকে একসাথে প্রকাশ্যে দেখল এবং সেই দেখাতে রীতিমতো কু-পো-কাত আগেকার যুগের মানুষেরা । তার সাথে সাথে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা । ইতিমধ্যে ভিডিওটি ক্যামেরাব-ন্দি হয়ে ছ-ড়িয়ে প-ড়েছে সর্বত্র ।এসেছে প্রচুর মন্তব্য এবং পুনরায় উ-ত্তে-জনা এবং চা-ঞ্চল্য শুরু হয়েছে।














