মাত্র ২৫ হাজার টাকায় আপনার পুরনো বাইক মোডিফাই করে বানান নতুন ‘ক্যাফে রেসার’ বাইক! রইল ভিডিও সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত নতুন নতুন বাইক কেনার শখ ইচ্ছে প্রতিটি ছেলেদের থেকে থাকে। কেউ অভাবের জন্য কিনতে পারে না আবার কেউ অন্য কারো কোনো কারণে কেনে না। কিন্তু ইচ্ছে থাকে না এমনটা কিন্তু নয়। একটা পছন্দের বাইক কিনে নেওয়ার কয়েক বছরের মধ্যেই নতুন কোন ডিজাইন এর বাইক অতি অবশ্যই বাজারে লঞ্চ হবে। তখন আপনার মনে হবে যে সেই বাইকটা কিনলে হয়তো আপনার ভালো হতো।




এভাবে কত বাইক আপনি পাল্টাতে পারেন? সেটা আপনার পক্ষে সম্ভব নয় ।কিন্তু আপনার পুরনো বাইক কে কিন্তু আপনি মডিফাই করে নতুন ডিজাইনের তৈরি করতে পারেন। যদিও পেট্রোল এবং ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে রাস্তাঘাটে এখন বাইকের সংখ্যা তাই অনেকটাই কমে গেছে ।মানুষ সাইকেল নিয়ে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।




কিন্তু একথা অস্বীকার করার কোন উপায় নেই যে যে সমস্ত মানুষের বাইক ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই পেট্রোলের দাম বাধা হয়ে দাড়ায় না। একাধিকবার আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি যে বাইক নিয়ে দূর দূরান্তে পাড়ি দিয়েছে তারা। তবে সম্প্রতি যে ভিডিওটি দেখা গেল সেটি সম্পূর্ণ আলাদা এবং এটি দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে সাধারণত একটি প্লাটিনা গাড়ি কিভাবে এই ডিজাইনে তৈরি হতে পারে।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে অতি অবশ্যই ভিডিওটি পশ্চিমবঙ্গের বাইরে কোন একটি জায়গার । সেখানে দেখানো হচ্ছে যে একটি প্লাটিনা গাড়ি কে কিভাবে মডিফাই করে নতুন ডিজাইনের তৈরি করা হয়েছে। সেই বাইকটি এত সুন্দর ডিজাইন করা হয়েছে যে আপনি বাইরে থেকে দেখলে চিনতে পারবেন না যে সেটি আগে প্লাটিনা গাড়ি ছিল ।সামনে রয়াল এনফিল্ড এর মতন হেডলাইট লাগানো হয়েছে।




পাশাপাশি লাগানো হয়েছে ডিজিটাল মিটার এমনকি পিছনে যে চাকা ব্যবহার করা হয়েছে তা যেকোন কঠিন রাস্তা পক্ষে অত্যন্ত সুবিধাজনক বলে মনে করছে অনেকে। এর পাশাপাশি একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে সেই বাইকে। এই বাইকটি তৈরি করতে মাত্র 25 হাজার টাকা খরচ হয়েছে বলা জানা যাচ্ছে ।সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।











