রাজ্য সরকারের কৃষি দপ্তরে চাকরির সুযোগ! যোগ্যতা – মাধ্যমিক পাস! রইল আবেদন করার পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন:-পুনরায় রাজ্য সরকারের তরফ থেকেন কৃষি দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । যার মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বয়স এবং মাসিক বেতন সম্পর্কে আর কি কি তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আমরা তুলে ধরব আজকের প্রতিবেদনের মাধ্যমে।




পদের নাম:- Indiancouncil of agricultural research technician ।
শূন্যস্থান পদের সংখ্যা:- 641 টি ।




শিক্ষাগত যোগ্যতা :- শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে।
মাসিক বেতন :- 21700 টাকা ।




বয়স :-18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে
আবেদন পদ্ধতি :- অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।




আবেদন মূল্য :- ছেলে জেনারেল এবং ওবিসি হলে 1000 টাকা এবং ফিমেল বা এসিএসটি হলে 300 টাকা।
আবেদনের শেষ তারিখ:-10 জানুয়ারি আবেদনের শেষ তারিখ ।











