বিনা পরীক্ষায় রেলের বিভিন্ন পদে চাকরির সুযোগ! মোট শূন্যস্থান 2200! রইল আবেদন করার পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন :- হাতে খুব কম সময়ে রয়েছে। এর মধ্যে আবেদন করে ফেলুন কারণ ভারতীয় রেল বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছিল যে বিপুল সংখ্যক কর্মীদেরকে শিক্ষানবিস পদে নিয়োগ করতে চলেছে তারা আগামী সময় এবং এই সময়ের মধ্যে যোগ্য আগ্রহী প্রার্থীরা অতি অবশ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যেন আবেদন করে।




পদের নাম:- অ্যাপ্রেন্টিস।(দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন, সমস্তিপুর ডিভিশন, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় ডিভিশন, সোনপুর ডিভিশন সহ বিভিন্ন ওয়ার্কশপে )




পদের সংখ্যা :- 2206 টি




শিক্ষাগত যোগ্যতা:- দশম শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনের পর শিক্ষাগত যোগ্যতা দেখে তৈরি হবে মেরিট লিস্ট। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর ও ITI-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। থাকতে হবে ITI-এর শংসাপত্র। আবেদনকারীর বয়সসীমা হতে হবে।




বয়স :- 15 থেকে 24 এর মধ্যে।




আবেদনের পদ্ধতি:- আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।




আবেদনের শেষ তারিখ:- আগামী 5 ই নভেম্বর।











