অবিশ্বাস্য দৃশ্য! বাড়ির বাগানে দেখা মিলল স্বয়ং মা লক্ষীর পেঁচা! জড়ো হয়ে গেলো গোটা পাড়া! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-বর্তমান সময়ে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা খুব সহজেই বিভিন্ন মানুষের প্রতিভা জনসমক্ষে তুলে ধরতে সাহায্য করে থাকে।ইন্টারনেটে সাপ সংক্রান্ত ভিডিও বেশ জনপ্রিয় হয়ে ওঠে খুব সহজেই। এর আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সর্প উদ্ধারের ভিডিও দেখেছি।




আজকের এই বিশেষ প্রতিবেদনেও এমন একটি ভিডিও সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি জা একটু আলাদা । আসুন জেনে নেয়া যাক এই ভিডিও তে কি রয়েছে।অন্যান্য প্রাণীদের মতনই পেঁচা একটি প্রাণী ।এটি পাখি জাতীয় হলেও সাধারণত রাত্রেবেলা এরা ঘোরাফেরা করে ।সকালবেলা কোন গাছের মগডালে বা কোন একটি নিরাপদ জায়গাতে এরা নিজেদেরকে সুরক্ষিত করে রাখে ।




কিন্তু যদি কোন গ্রামে পেঁচার দর্শন পাওয়া যায় তাহলে তারা সেটিকে ভগবান এর মতন পরিচর্যা করে ।অর্থাৎ যেহেতু এটি দেবীর বাহন তাই অনেকেই এর গায়ে সিঁদুর লাগিয়ে নিজেদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করে থাকে।সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে বলা বাহুল্য ভাইরাল হয়েছে সে ভিডিওটি বিখ্যাত সাপুড়ে সমিরন বসাকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে যে একটি এলাকাতে কলা গাছের উপরে বসে রয়েছে একটি পেঁচা ।




সেখানকার এলাকাবাসী তাকে কে তাড়িয়ে না দিয়ে বা কোনো রকম কোনো আঘাত না করে খবর দেয় সমীরণ কে । সেখানে উপস্থিত হয়ে তিনি । অত্যন্ত দক্ষতার সাথে কোনো রকম কোনো আঘাত ছাড়াই সেই পেঁচাকে উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে বনদপ্তর আধিকারিক দের হাতে স্থানান্তরিত করে । ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ব্যাপক পরিমাণে ।











