স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই দারুন সুখবর! বাড়লো FD -র সুদের হার! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-নতুন বছরের শুরুতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে বিশেষ একটি ঘোষণা করা হয়েছে । তারা সে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছে নতুন বছরের শুরুতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাড়াতে চলেছে সুদের হার ।সম্প্রতি এসবিআই তার বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়ে সকলকে চিন্তায় ফেলে দিয়েছিল। এবার ফিক্স ডিপোজিটের সুদের হার বাড়ল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।




১৫ ই ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে এই বর্ধিত সুদের হার।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু’কোটি টাকার নিচের সুদের পরিমাণ স্থির রেখেছে তবে ডোমেস্টিক ডিপোজিটের ক্ষেত্রে স্টেট ব্যাংক দুই কোটি টাকার ওপরে আমানত হলে ১০ পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।




এর পাশাপাশি গ্রাহকদেরকে আগে সেভিংস একাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট এবং অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা আলাদা ভাবে খুলতে হতো ।তবে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থ্রি ইন ওয়ান একাউন্ট এর সুবিধা দিচ্ছে গ্রাহকদেরকে । যেখানে একটি মাত্র একাউন্ট খুললেই তিনটি অ্যাকাউন্টের সুবিধা পাওয়া যাবে ।




7দিন – 45 দিন 2.9%
46 দিন – 179 দিন 3.9%
180 দিন – 210 দিন 4.4%
211 দিন – 1 বছরের কম 4.4%
1 বছর – 2 বছরের কম 5%
2 বছর – 3 বছরের কম 5.1%
3 বছর – 5 বছরের কম 5.3%
5 বছর ও 10 বছর পর্যন্ত 5.4%












state bank of india, sbi, sbi fixed diposit