দারুন সুখবর! ১৫ই নভেম্বর থেকেই এই রুটে চলবে ১৪৬ টি লোকাল ট্রেন! জানিয়ে দিল রেল দপ্তর!









নিজস্ব প্রতিবেদন :- প্রায় দীর্ঘ ছয় মাস পরে 31 অক্টোবর রাজ্য সরকার রাজ্যের বুকে লোকাল ট্রেন চালানো সম্পর্কে সবুজ সঙ্কেত দেয় কিন্তু শর্ত হিসেবে তারা বলেন যে অন্তত 50 শতাংশ যাত্রী নিয়ে এই লোকাল ট্রেন গু-লি চলাচল করতে পারবে। অপরদিকে লোকাল ট্রেন চালু হওয়ার পর সেই ট্রেনে উপচেপড়া ভিড় ক্রমশ চিন্তা বারাচ্ছিল চিকিৎসকদের।এমনকি রেল কর্মকর্তাদের।




তাই চাহিদামত ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। এবার সেই পথে হাঁটল তারা। করোনাকালে দীর্ঘ ছয় মাস পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার পরে পরেই যাত্রীদের মধ্যে লোকাল ট্রেন নিয়ে চাহিদা বাড়তে শুরু করে। এর ফলে দিন দিন লোকাল ট্রেনে ভিড় বাড়ছিল। এমন পরিস্থিতিতে এই রুটে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা।




দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৩১ অক্টোবর ৪৮টি লোকাল ট্রেন নিয়ে পুনরায় পথ চলা শুরু হয়। পরে ৮ নভেম্বর এই ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪। আগামী ১৫ নভেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৪৬। ১৫ নভেম্বর থেকে আপ ও ডাউন লাইনে যথাক্রমে ৭২ ও ৭৪টি লোকাল ট্রেন চলবে।




একনজরে শিব বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখে নিন যে কোথায় কতগুলি ট্রেন বাড়ানো হলো
১) হাওড়া – মেদিনীপুর আপ ও ডাউনে লাইনে যথাক্রমে ১৫ ও ১৪ টি লোকাল ট্রেন
২) হাওড়া – পাঁশকুড়া আপ ও ডাউন লাইনে ১৯ ও ২০ টক লোকাল ট্রেন




৩)সাঁতরাগাছি আপ ও ডাউনে ২ ও ২ টি ট্রেন
৪)হাওড়া আমতা আপ ও ডাউন লাইনে ৭ ও ২০ টি ট্রেন
৫) হাওড়া- হলদিয়ায় আপ ও ডাউন লাইনে ৩ ও ৪টি ট্রেন চলবে।











