







নিজস্ব প্রতিবেদন:নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য বড় সুখবর।চলতি মাস থেকেই বেশ কিছুটা কমতে চলেছে গ্যাসের দাম।বিগত বেশ কিছু সময় ধরে ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বেশ অস্বস্তিতে পড়ে ছিল দেশবাসী। উপরন্ত করোনা আবহে মানুষের পকেটেও টান পড়ায় পরিস্থিতি আরও নিম্নমুখী হচ্ছিল।




সম্প্রতি নতুন বছরের শুরুতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে রান্নার গ্যাসের দাম না কমলেও, এবারে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমতে চলেছে।




বিগত কয়েক মাস ধরেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী হচ্ছিল। কিন্তু এবারে সেই দাম সিলিন্ডার প্রতি প্রায় 100 টাকা কমে গেল।বর্তমানে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে কলকাতায় 2077 টাকা দাঁড়িয়েছে। অপরদিকে মুম্বাইয়ে এই দাম রয়েছে 1951 টাকা।




পাশাপাশি ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দিল্লিতে রয়েছে 899 টাকা 50 পয়সা। বাণিজ্য নগরী মুম্বইয়েও এই একই দাম বজায় রয়েছে। তবে কলকাতায় এই সিলিন্ডারের দাম 926 টাকা এবং চেন্নাইয়ে 915 টাকা 50 পয়সা।











