মাটিতে গর্ত খুঁড়তেই বেরিয়ে এলো বিশালাকার কোবরা সাপ! একটুর জন্য প্রাণে বাঁচলেন উদ্ধারকারী! ব্যাপক ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সাপ এমন একটি প্রজাতি যাকে দেখে শিশু থেকে বয়স্ক সকলেই ভয় পেয়ে থাকেন। যদিও অধিকাংশ সাপ বিষধর হয় না। তবে তা সত্বেও এটিকে দেখে ভয়ে কাঠ হয়ে থাকেন সকলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি সাপ সংক্রান্ত ভিডিও নিয়েই আলোচনা করতে চলেছি। এই ভিডিওটি দেখে আপাতদৃষ্টিতে যে কেউ অবাক হতে বাধ্য হবেন।




প্রথমেই জানিয়ে রাখি সব সাপ কিন্তু বিষাক্ত প্রজাতির হয় না।তবে এমন অনেক সাপের প্রজাতি রয়েছে যার কামড়ে শরীরের মাংস পর্যন্ত পচে যেতে পারে।আবার এমন অনেক সাপ রয়েছে যা মুহূর্তেই মানুষকে গিলে খেয়ে নিতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিশাল আকৃতির সাপের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে।যেখানে সাপটিকে উদ্ধার করতে রীতিমতো জেসিবি ডাকতে হয়েছে।




প্রসঙ্গত ওই সাপটি প্রত্যন্ত এলাকায় একটি উঁচু মাটির ঢিবির উপরে লুকিয়ে রয়েছে।বিষধর এই সাপটিকে দেখতে পেয়ে তাকে সেখান থেকে বের করার উদ্দেশ্যেই জেসিবি মেশিন ডাকতে বাধ্য হয়েছেন গ্রামবাসীরা। প্রথমে ওই জেসিবি মেশিন দিয়ে ঢিবিটিকে অল্প অল্প করে কাটা হয়।




এরপর সাপ ধরতে আসা এক ব্যক্তি নিজের কুড়ুল দিয়ে ধীরে ধীরে মাটি সরিয়ে এই বিষধর প্রজাতিটিকে উদ্ধার করেন।কিন্তু আচমকাই নিজের ব্যক্তিগত সময়ে এভাবে মানুষের হানা দেখতে পেয়ে ফণা তুলে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসেছিল সাপটি। আরেকটু হলেই ওই যুবককে ছোবল দিচ্ছিল সে।কিন্তু কাজে অত্যন্ত দক্ষ হওয়ার কারণে সাপের ছোবল খাওয়া থেকে বেঁচে যান ওই যুবক।




ওই যুবকের নাম সর্পমিত্র আকাশ যাদব। তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখান থেকেই এই সাপ ধরার নানান ধরনের ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। এই ভিডিওটিও শেয়ার করার পরপর প্রায় 21 মিলিয়ন দর্শক দেখে নিয়েছেন।




ভিডিওটিতে প্রায় তিন হাজার লাইক রয়েছে এবং কমেন্টের সংখ্যাও অনেক। কমেন্ট বক্সে অনেকেই ওই যুবকের সাহসের বিশেষভাবে প্রশংসা করেছেন। চাইলে আপনারাও এই ভিডিওটি দেখে নিতে পারেন।ভিডিওটি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখে নিন সেই ভিডিও।











