









নিজস্ব প্রতিবেদন :- আচ্ছা আপনারা তো বড়শি বা জাল দিয়ে মাছ ধরার দেখেছেন পুকুর বা জলাশয় বা নদী থেকে । কিন্তু কখনো কি প্লাস্টিকের কৌটো এর মাধ্যমে মাছ ধরা দেখেছেন ? দেখেননি তো ? আমিও দেখিনি কিন্তু সম্প্রতি দেখা গেল একটি ভিডিওতে । এই জন্যই বলে যে সোশ্যাল মিডিয়া সত্যিই অনেক উন্নত এবং তার সাথে সাথে উন্নত করে চলেছে আমাদেরকে। আমরা বাড়িতে বসে খুব সাধারন ভাবে ঘটে যাওয়া আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা দেখতে পাই সেগু-লি আমাদেরকে অ-বাক করে তোলে ।





তার পাশাপাশি কিছু শিক্ষনীয় জ্ঞান অর্জন করতে সাহায্য করে এই ভিডিওটি তালিকার অন্তর্ভুক্ত। যেহেতু পশ্চিমবঙ্গ তে অধিক পরিমাণে বাঙালির বসবাস তাই এখানকার মানুষরা মাছ প্রিয় হবে এমনটা খুব স্বাভাবিক । মাছে-ভাতে বাঙালি কথাটাই প্রবাদ বাক্যের সাথে জড়িত আছে ।এবং কোথাও যেন এটি বাস্তবে অস্তিত্ব রয়েছে । বাঙালি আর যাই করুক না কেন মাছ খাবে না এমনটা হতে পারে না । তাইতো এ পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে দেখা যায় এর চিত্র সম্প্রতি একটি চিত্র ফুটে উঠল ।





সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে গ্রামের এক যুবক প্লাস্টিকের একটি বড় কৌটো নিয়েছে এবং সে কোন মধ্যবর্তী অংশে অভিনব কায়দায় ছিদ্র করেছে অর্থাৎ ছিদ্রটি এমনভাবে করা হয়েছে যদি কোন মাছ তার মধ্যে একবার প্রবেশ করে তাহলে আর ঘুরে আসতে পারবে না । অর্থাৎ বলতে পারেন যে ভাল্ব এর মতন ব্যবস্থা করেছে সেই ছিদ্রের মাধ্যমে ।





এরপর কৌটোর মধ্যে মাছের খাবার ভর্তি করে জলের তলায় রেখে দিয়েছে একটি লাঠির সাথে বেঁধে । ঘন্টা দুই তিন পর যখন ঐ যুবকটি পুনরায় সেই জলাশয় আসে তখন দেখে প্রায় এক কৌটো মাছ ভর্তি হয়ে গেছে ।যা দেখে রীতিমতো আনন্দিত এবং উৎসাহিত সেই যুবক ।অভিনব পদ্ধতিতে মাছধরা ভাইরাল হয়েছে নেট মাধ্যমে ।














