







নিজস্ব প্রতিবেদন:-বর্তমান সময়ে প্রত্যেকেই আত্মনির্ভর হতে চাই । এই আত্মনির্ভর হওয়ার উপায় হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হওয়া । সমাজে তখনই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন যখন আপনার কাছে অর্থ থাকবে পর্যাপ্ত পরিমাণে । অর্থ ছাড়া এই সমাজে আপনি কিছুই নন । অর্থ উপার্জন করার জন্য অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে।




কিন্তু সম্প্রতি নেট মাধ্যমে তরফ থেকে যে তথ্য জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র চাকরি বা ব্যবসা নয় এমনকি বাড়িতে বসে কিছু না করেই আপনি পেয়ে যেতে পারেন কয়েক কোটি টাকা ।ঘটনাটি আপনার কাছে অভাব মনে হল এর বাস্তবতা রয়েছে অনেকখানি শুধুমাত্র পুরনো কয়েন বিক্রি করে পাবেন কোটি টাকা। ।




আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পুরনো কয়েন বা পুরনো নোট সংরক্ষণ করে রাখতে যথেষ্ট পছন্দ করেন অবশ্যই তাদের জন্য এটি একটি সুখবর । কারণ সেই সমস্ত নোট বা কয়েনগু-লি পরবর্তীকালে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা যুক্ত হয় । এবং সেগুলো নিলামে ওঠার জন্য পাওয়া যায় অধিক মূল্য ।




যেমন এক যুবক পুরনো ১০০ টাকার নোট বিক্রি করে রীতিমতো রাতারাতি লাখোপতি হয়েছিল । এখনকার দিনে ই-কমার্স সাইট রয়েছে সেই সুযোগ।আপনার কাছে যদি পুরনো এক টাকার কয়েন বা থেকে থাকে তাহলে আপনিও সেগুলি বিক্রি করে হয়ে উঠতে পারেন কোটিপতি । কারণ পুরানো জিনিসগুলির সন্ধানকারী লোকেরা এটি সন্ধান করছে।




১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি। OLX এ গিয়ে নিজের নাম রেজিস্টার করে কয়েনটিকে বিক্রি করতে পারবেন।এখুনি যান আর রেজিষ্টার করুন। যদি থাকে পুরনো কয়েন। আর হয়ে যান ৯.৯৯ কোটি টাকার মালিক।











