রেল যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ, বন্ধ হতে চলেছে এই লোকাল ট্রেনগুলি, কবে থেকে জেনে নিন









নিজস্ব প্রতিবেদন :-দীর্ঘদিন পর আবার ট্রেনের চাকা চলতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে । কিন্তু আমরা দেখেছি যে লোকাল ট্রেন এক্ষেত্রে একাধিক পরিবর্তন জারি করা হয়েছে । প্রতিনিয়ত দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে একাধিক নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে এবং এই সমস্ত নিয়ম এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীরা ।




সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলওয়ে তেমনটা জানানো হয়েছে যে এবার থেকে মেদিনীপুর যাবে না কোন লোকাল ট্রেন ।অর্থাৎ হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত যে সমস্ত লোকাল ট্রেন গুলি যাতায়াত করতো সে গুলি বন্ধ করে দেওয়া হল যাবে শুধুমাত্র খড়গপুর পর্যন্ত।




রেলের এই আকস্মিক চিন্তাভাবনার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীদের কে ।রেলের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসের 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিশেষ কয়েকটি ট্রেন হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত যাত্রা করবে । যেগু-লি আগে মেদিনীপুর পর্যন্ত যেত তবে 20 তারিখের পর আবার আগের অবস্থায় যাতায়াত করবে বলে জানা গিয়েছে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন গুলি খড়গপুর যাবে তার তালিকা হলো




২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল।
৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল




৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল




৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল




অপরদিকে খড়গপুর থেকে হাওড়া ট্রেন গুলি আসবে তার তালিকা হলো
৩৮৮০৬ মেদিনীপুর হাওড়া লোকাল
৩৮৮১০ মেদিনীপুর হাওড়া লোকাল




৩৮৮১৬ মেদিনীপুর হাওড়া লোকাল
৩৮৮১৮ মেদিনীপুর হাওড়া লোকাল




৩৮৮২২ মেদিনীপুর হাওড়া লোকাল
৩৮৮২৪ মেদিনীপুর হাওড়া লোকাল











