নিজের প্রা’ণের ঝুঁ’কি নিয়ে পৃথিবীর সবথেকে বিরল প্রজাতির সা’প ধ’রতে গেলেন যুবক! ঘটলো চরম বি’পত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :- প্রতিনিয়ত সাপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। যে সমস্ত ভিডিও গুলো দেখে আমরা সচেতন হচ্ছে অনেকখানি। তার পাশাপাশি কোন সাপের কি বৈশিষ্ট্য সেগুলো জানতে পারা যায় সেই সমস্ত ভিডিও থেকে। যার ফলে সেই সমস্ত ঘটনা সম্পর্কে আমরা অবগত থাকতে পারছি। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু ধরনের ঘটনা দেখা যায় যেগুলো সত্যি অবাক করে তোলে আমাদেরকে।




পাশাপাশি প্রা-ণের ঝুঁ-কি নিয়ে সেই সমস্ত সা-পুড়ে রা উদ্ধারে নিযুক্ত হয় এই ভিডিও সেই চিত্র তুলে ধরেছে আরো একবার। সম্প্রতি বিগত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষকে নিজের প্রতিভার বিকাশ ঘটানোর চেষ্টায় দেখা যাচ্ছে। কখনো বা নাচ গান,আবৃত্তি,কবিতা আবার কখনো বা নিজের কোন রান্না সব কিছু নিয়েই মানুষ হাজির হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এইসব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানুষের সংখ্যাও বেড়ে চলেছে।




আবার কখনও কখনও এই ধরনের ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে। সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে বিরল প্রজাতির একটি সাপ এর দেখা পাওয়া গেছে উড়িষ্যার একটি গ্রামে। তৎক্ষণাৎ তারা খবর দেয় স্থানীয় এক সা-পুড়ে কে কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় মির্জা মোঃ আরিফ নামক জনপ্রিয় সেই সা-পুড়ে। তিনি এসে দেখেন যে এটি অত্যন্ত বিরল প্রজাতির একটি সাপ




এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই সাপটি নিজের দেহকে সংকুচিত করে অনেকটা দূর লা-ফিয়ে আ-ক্রমণ করতে পারে যা সাধারণের তুলনায় অনেকটা আলাদা এর আ-ক্রমণ পদ্ধতি। ভিডিওটি দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে সেই সাপটি একাধিকবার আ-ক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু বারবার বিফলে গেছে। পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুক্ষণ ল-ড়াই জা-রি থাকার পর অবশেষে সেই সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেই ব্যক্তি। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে।











