সকলকে ছেড়ে পরলোক গমন করলেন অভিনেতা অভিষেক! শোকের ছায়া গোটা টলি জগতে!









নিজস্ব প্রতিবেদন:গতকালই প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 57 বছর। অভিনেতার এই অকাল প্রয়ানের খবর সামনে আসতেই রীতিমতো শোকোস্তব্ধ হয়ে রয়েছে টলিপাড়া। জানা যায় মঙ্গলবার থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন তিনি।




খাদ্যে বিষক্রিয়ার কারনে এই সমস্যা হয়েছিল তার শরীরে। শুটিং ফ্লোরে বারবার বমি করতে দেখা গিয়েছিল তাকে।কিন্তু তা সত্বেও বুধবার জিতের নতুন রিয়ালিটি শো ইস্মার্ট জোড়িতে সস্ত্রীক উপস্থিত হন অভিষেক। যদিও সেখানে শুটিং শেষ করতে পারেননি তিনি।প্রেসার অত্যন্ত নিচে নেমে আসলে তাকে কালো কফি দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে শুটিং ফ্লোর এর একটি সোফাতে শুয়ে ছিলেন অভিনেতা।




অভিনেতাকে এহেন অসুস্থ দেখে তার সহ-অভিনেতা ভরত কল সহ অন্যান্যরা চিকিৎসকের পরামর্শে সরাসরি হাসপাতালে ভর্তির কথা বলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হতে চাননি অভিষেক চট্টোপাধ্যায়। ওষুধ নিয়ে বাড়িতেই ফিরে যান তিনি। বাড়িতেই তাঁর স্যালাইন চালানো হচ্ছিল। এরপর রাত 1 টা বেজে 40 মিনিট নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে ইহজগৎ ত্যাগ করেন অভিনেতা।




প্রসঙ্গত বড় পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ার পর ছোটপর্দাতেই বিভিন্ন ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাকে। টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি।কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে একের পর এক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিষেক চট্টোপাধ্যায়কে।




স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে রয়েছে গোটা টলিউড জগৎজুড়ে।তাকে শেষ দেখা দেখতে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইন্দ্রানী হালদার থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবনী সরকার, রচনা ব্যানার্জি, তৃণা সাহা প্রমুখ ব্যক্তিত্ববর্গরা।











