মাত্র 6 টাকার বিদ্যুৎ খরচে চলবে 90 কিমি রাস্তা! লঞ্চ হলো নতুন দুর্দান্ত ইলেকট্রিক বাইক! রইল ভিডিওসহ খুঁটিনাটি।









নিজস্ব প্রতিবেদন :-যদি আপনাকে এই মুহূর্তে বলা হয় যে মাত্র 6 টাকা খরচ করে আপনি 90 কিলোমিটার পথ যেতে পারবেন তাহলে ঘটনাটি হয়তো বর্তমানের এই দুর্মূল্যের বাজারে আপনার কাছে অসম্ভব মনে হবে । যে হারে প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম তাতে নতুন করে বাইক কেনার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে তরুণ প্রজন্ম।




তবে পুনরায় সেই তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে সাহায্য করছে বিভিন্ন বাইক নির্মাণ কোম্পানি। কারণ সম্প্রতি বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক বা স্কুটার লঞ্চ করা হচ্ছে যা অত্যন্ত আধুনিক প্রযুক্তি যুক্ত ।তার পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে এই সমস্ত বাইকের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে




বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এ ধরনের বৈদ্যুতিক চালিত গাড়ি গুলিতে ।তবে সম্প্রতি বাংলাদেশের বাজারে একটি বাইক দেখা গেছে যেখানে বাইক নির্মাণ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বাইকটি মাত্র 6 টাকাতে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। একবার চার্জ দিলে 6 থেকে 7 টাকা খরচ হবে যার ফলে আপনার গাড়ি 90 কিলোমিটার ছুটবে ।




পাশাপাশি এই গাড়িটির অত্যন্ত হালকা যার ফলে অনেকেই এটি খুব সহজেই ব্যবহার করতে পারবে।সংস্থার তরফ থেকে এমনটা জানানো হয়েছে যে এই বাইকটি যদি 90 কিলোমিটার কম চলে তাহলে তখন তারা বাইক ফেরত নিয়ে মূল্য দিয়ে দেবে ।আপাতত এই বাইকটি দাম রাখা হয়েছে 1 লাখ 15 হাজার টাকা ।




তবে অফার এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ টাকা তে ।ইএমআই এর ব্যবস্থা রয়েছে অতিঅবশ্যই। পাশাপাশি লাইসেন্স এর কোন প্রয়োজন পড়বে না।এই আপাতত লাল ও কালো রঙের পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে ।তবে ভারতের বাজারে কবে লঞ্চ করবে তা এখনো জানা যায়নি।











