শৌচালয় তৈরীতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 12 হাজার টাকা, কারা কারা পাবেন জেনে নিন









নিজস্ব প্রতিবেদন:-প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আবাস যোজনা কথা আমরা প্রত্যেকেই জানি । এই আবাস যোজনা পাশাপাশি আরও একটি যোজনা রয়েছে তার নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের সম্মান রক্ষার্থে প্রতিটি বাড়িতে একটি করে শৌচাগার নির্মাণ করার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার এবং এই অর্থের পরিমাণ হয় 12 হাজার টাকা।




গ্রামীণ এলাকার জন্য এটি করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছে অনেকে কারণ মাঠে-ঘাটে পুকুরপাড়ে শৌচালয় করতে যাওয়ার পরিবর্তে যদি বাড়িতে নির্দিষ্ট জায়গাতে শৌচালয় করা হয় তাহলে পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে। এই নামের লিস্ট কিভাবে জানবেন তা জেনে নিন এক নজরে ।




প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন এই প্রকল্পের নামের তালিকা আপনি নিজেই বাড়িতে বসে দেখে নিতে পারবেন ।এর জন্য আপনাকে শুধুমাত্র ক্রোম ব্রাউজার এ গিয়ে ই স্বরাজ গ্রামীণ সার্চ করতে হবে ।এটি সার্চ করার পর যে পেজটি আপনার সঙ্গে খুলে যাবে সে পেইজটির একদম নিচের দিকে চলে আসতে হবে।




সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে একটি অপশন থাকবে বেনিফিসারী রিপোর্ট নামক সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে ।এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি বিশেষে দেখতে চাইছেন অর্থাৎ জমির দাগ নম্বর অনুযায়ী নাকি পঞ্চায়েত অনুযায়ী সেটি সিলেক্ট করার পর আপনার স্টেট অর্থাৎ রাজ্যের নাম উল্লেখ করতে হবে




এবং কোন বছরের তালিকা আপনি দেখতে আছে সেটা সিলেক্ট করে ক্যাচ্যাপা কোড লিখে সাবমিট করতে হবে ।তাহলে আপনার এলাকাতে এই বছর কতগুলি শৌচালয় নির্মাণ করার নাম ধার্য করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হয়ে যাবে ।











